রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং জড়িতোদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১০ আগস্ট) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির,মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস.কে রঞ্জন এবং সাংবাদিক ক্লাব সভাপতি নীল রতন কুন্ড।
বক্তারা বলেন সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি।
পুরো পরিবারকে হত্যা করেছে। ইতিমধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত সবার মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে কলাপাড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া