শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
বরিশাল মহানগর বিএনপি ও মহানগর শ্রমিক দলের সমঝোতায় পোর্ট রোড বালির ঘাটে অব্যবস্থাপনার কারণে ট্রলার থেকে বস্তা মাথায় নিয়ে যাবার সময় পড়ে গিয়ে মৃত্যু বরণকারী মুদি শ্রমিক ইউনিয়নের সদস্য রিয়াজ হাওলাদারের অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদানপূর্বক তার রূহের মাগফিরাতের জন্য শুক্রবার বাদ ইশা পিঁয়াজ পট্টি এলাকায় আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।
অলোচনা সভায় বরিশাল মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহবায়ক জুলাই আন্দোলনে সম্মুখ সারির লড়াকু যোদ্ধা পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর বিরুদ্ধে রাজপথের সাহসী সৈনিক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া ।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম ।
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আল আমীন সহ মহানগর বিএনপি এবং মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়কবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ , আড়ৎ মালিক ও ঘাট মালিক নেতৃবৃন্দ এবং মুদি শ্রমিকবৃন্দ আলোচনা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
এ সময় মুদি শ্রমিক ইউনিয়নের সদস্য রিয়াজ হাওলাদারের স্ত্রী এবং মেয়ের হাতে নগদ অর্থ সহায়তা বাবদ তিন লক্ষ টাকা তুলে দেয়া হয় ।
এর আগে আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন ।
সভাপতির মূল্যবান ভাষণে সকল শ্রমিককে এক সুতোয় গেঁথে যেকোন প্রতিকূল পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শ্রমিকবান্ধব জননেতা ফয়েজ খান । তিনি বলেন , শ্রমিকরা কারো দয়ার পাত্র নয় , তারা কাজ করার মাধ্যমে কষ্টার্জিত অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে ।
কলমের খোঁচায় আর দরকারী ফাইল আটকে রেখে উৎকোচ প্রদানের বিনিময়ে এই সমাজের উঁচু স্তরের লোকজন অর্থ উপার্জনের যে গর্হিত পন্থা লুফে নিয়েছে তা থেকে আমার শ্রমিক ভাইরা সম্পূর্ণভাবে মুক্ত ।
আমার অসহায় খেটে খাওয়া শ্রমিক ব্যাংকের অসাধু কর্মকর্তাকে ঘুষ দিতে পারেনা বিধায় প্রয়োজনের সময়ে বড়লোকদের মত অবৈধ উপায়ে কোটি কোটি টাকা লোন পায়না ।
মাথার ঘাম পেলে ফেলে এবং গায়ের রক্ত পানিতে পরিণত করে জীবন ধারণের ন্যূনতম উপায় অবলম্বন করে সমাজের বুকে অবহেলার পাত্ররূপে কোনমতে টিকে থাকে আমার শ্রমিক সমাজ ।
অথচ আমার শ্রমিক ভাইদের কোন সমস্যা দেখা দিলে তার সমাধানে গুটিকয়েক ব্যক্তি ছাড়া কাউকেই খুঁজে পাওয়া দুস্কর হয়ে যায় ।
স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন ।
তাঁর জনকল্যাণমুখী ১৯ দফা কর্মসূচীতে বঞ্চিত শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের সুস্পষ্ট রূপরেখা বিদ্যমান ।
অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্রমিকবান্ধব মনোভাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমান প্রণীত ৩১ দফাতে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে । সংগ্রামী বন্ধুরা , বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের একজন নগন্য কর্মী হিসেবে জিয়া পরিবারের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন সমাজের অবহেলিত বঞ্চিত শ্রমিকদের পাশে থাকতে চাই ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক শ্রমিক নেতা মোঃ বাবুল তালুকদার ।
সবশেষে রিয়াজ হাওলাদারের রূহের মাগফিরাতের জন্য বিশেষ মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।