মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
“মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি” স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বাজার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।১৬টি দলের অংশগ্রহণে টূর্ণামেন্ট’র ফাইনাল খেলায় গাজী ফুটবল একাডেমি, নীলগঞ্জ ইউনিয়ন দলকে ট্রাইবেকারে ৩/২ গোলে হারিয়ে জয়লাভ করেছে।
শুক্রবার(০৬ জুন) বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, বহুমুখী সামাজিক সংগঠন “স্পন্দন কলাপাড়া”র সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,
কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো.হুমায়ুন কবির, সদস্য সচিব মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকির সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন,
টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা বিল্লাল খান কাবুল, সদস্য সচিব আরিফ সিকদার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো.নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, সোহেল সিকদার, রুস্তম আলী, বশির উদ্দিন, দেবাশীষ সিকদার কালা, মনু সিকদার, আপেল মাহমুদ,
রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা ঢালী রুহুল আমিন অভি, রেহান উদ্দিন রেহান, নূর এ এলাহি, মৎস্যজীবি দল নেতা ফকরুল আলম, টূর্ণামেন্ট কমিটির সদস্য মো.ফরিদ উদ্দিন, সুমন মল্লিক, মো.রিয়াজ প্রমুখ। উদ্বোধনী খেলা পরিচালনা করেন অহিদ হামিরুল সাথে ছিলেন, কাজী সোহেল ও রিয়াজ সিকদার। ধারা বর্ননায় ছিলেন বিল্লাল খান কাবুল, মোয়াজ্জেম হোসেন এবং টিংকু রায়।
খেলা শেষে অতিথি, বিজয়ী এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
০৬/০৬/২০২৫