শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে প্রতি বছর পালিত হওয়া মে দিবস কে সফল এবং স্বার্থকভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে বৃহস্পতিবার বাদ মাগরিব সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন বরিশাল মহানগর বিএনপির বিপ্লবী আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক । এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া ।
বরিশাল মহানগর শ্রমিকদলের সংগ্রামী সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়কবৃন্দ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
আগামী পহেলা মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রূহুল কবির আহমেদ রিজভী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত র্যালীতে নেতৃত্ব প্রদান করবেন বলে প্রস্তুতি সভা থেকে জানানো হয় ।
যার জন্য ব্যাপক কর্মকাণ্ড হাতে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক হাসিনার দুঃশাসন থেকে মুক্তির জন্য জুলাই আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবে সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা শ্রমিকবান্ধব জননেতা মোঃ ফয়েজ আহমেদ খান ।
তিনি আরো বলেন , বরিশাল মহানগর বিএনপির আহবায়ক সদস্য সচিবের নেতৃত্বে শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ । তাদের মাঝে কোন বিভেদের দেয়াল বাঁধা হয়ে থাকতে পারেনি ।
পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙ্গিয়ে লঞ্চঘাট বাসস্ট্যান্ড মাছঘাটে চাঁদাবাজি দখলবাজির মত ঘৃণিত অপকর্ম আওয়ামী দোসরদের সাথে নিয়ে একটি স্বার্থান্বেষী মহল শুরু করেছে ।
কিন্তু বরিশাল মহানগর শ্রমিকদলের কোন নেতাকর্মী নূন্যতমভাবেও এই সব দুষ্কৃতকারীর সাথে আঁতাত করে সুবিধা আদায় করেনি । তাদের অর্থ সম্পদ স্বল্প থাকতে পারে কিন্তু তারা তাদের বিবেক কে বিকিয়ে দেয়নি ।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব অনুভব করতেন । আমরা তার হাতে গড়া সংগঠনের একেকজন নগন্য কর্মী হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি ।
আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শ্রমিকদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি ।