রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
কাচে কাটল শিশুর গলা, গুজবের ‘আগুনে ঘি’

কাচে কাটল শিশুর গলা, গুজবের ‘আগুনে ঘি’

Sharing is caring!

রাজশাহীতে নিজ ঘরে কাচ পড়ে পাঁচ বছরের এক শিশুর গলা কেটে যাওয়ার পর ‘কল্লা কাটার’ গুজব ছড়িয়ে পড়েছে নতুন করে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার একটি বাড়িতে শিশুটি আগত হয়। রক্তাক্ত গলা নিয়ে শিশুটিকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পদ্মাসেতুর জন্য এক লাখ মানুষের মাথা লাগবে বলে ছড়িয়ে দেওয়া গুজবের মধ্যে এই ঘটনার পর এলাকায় ‘ছেলেধরা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ওই শিশুর নাম মিজানুর রহমান মিজান। তার বাবার নাম আতিকুর রহমান। রাতেই মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শিশুটি মায়ের সঙ্গে ঘরের মেঝেতে শুয়ে ছিল। ওই ঘরে শোকেসের খসে পড়া কাঁচের টুকরো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে শোকেসের কাচ খসে পড়ে শিশুটির গায়ের ওপর পড়ে। এতে তার গলা কেটে যায়।

কিন্তু এর পর পর ‘ছেলেধরা’ শিশুটির গলা কাটার চেষ্টা হয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে।

তবে শিশুর মা ফিরোজা বেগমের বরাদ দিয়ে তার দাদি রেখা বেগম জানান, রাতে একজন লোক ঘরে ঢুকে। এ সময় তার পুত্রবধূর সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে শোকেসের কাঁচ ভেঙে পড়ে। তবে শিশুটির গলা কীভাবে কেটে গেছে তা বলতে পারেননি তিনি।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, ‘কাচ পড়েই শিশু মিজানের গলা সামান্য কেটে যায়। এটি শুধুই গুজব ছড়ানো ছাড়া আর কিছুই নয়। যারা এ ধরনের গুজব ছড়ানোর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।’

পদ্মাসেতুর জন্য এক লাখ মানুষের মাথা সংগ্রহে সারাদেশে ৪২টি দল ছড়িয়ে পড়ার উদ্ভট তথ্য কিছুদিন আগেও সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়ানো হয়েছে। যারা এই গুজব ছড়িয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে র‌্যাব-পুলিশের জালে ধরা পড়েছেন যাদের মধ্যে দুই জন জামায়াতের রাজনীতিতে জড়িত।

কিন্তু গুজব এত ছড়িয়েছে যে দেশবাসীর মধ্যে তা প্রভাব পড়তে শুরু করেছে। ছেলেধরা সন্দেহে খোদ রাজধানীতে পিটিয়ে হত্যা করা হয়েছে অপরিচিত একজনকে। গণপিটুনির শিকার হয়েছেন আরো বহু জন। এর মধ্যে বৃহস্পতিবার নেত্রকোণায় একটি শিশুকে গলা কেটে হত্যার ঘটনা গুজবের আগুনে নতুন করে ঘি দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD