সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশে মানুষ আর বিভেদ দেখতে চায় না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা বাউফলে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, অস্ত্র, বিভিন্ন বাহিনীর পোষাক সহ গ্রেপ্তার ১ শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হ/ত্যা/র অভিযোগ পটুয়াখালীতে যৌতুক মামলার আসামিরা জামিন পেয়ে বাদীকে-গুম ও হত্যার হুমকি মহিপুরে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ২টি ট্রলিং বোট সহ ৮ জেলে আটক ট্রলারডুবির ৮ দিন পরে সৈকতে ১ জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-৪ কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও’র অভিযান বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ
সর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বছরের সবসময়ই কম বেশী পর্যটক থাকে এখানে। তবে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটকে মুখরিত থাকে এই সৈকত।

বর্তমানে রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পরেছে কুয়াকাটা। এতে বেকার দিন কাটাচ্ছে কুয়াকাটার প্রায় ১৬টি পেশার কয়েক হাজার মানুষ।
শুক্রবার (৭ মার্চ) সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায়, পর্যটক শূন্য রয়েছে এই সৈকত। গত শুক্রবারও যে সৈকতে পর্যটকে মুখরিত ছিল। সেখানে এখন পর্যটক শুন্য। পর্যটক না থাকায় সৈকতে থাকা ছাতা, বেঞ্চ গুছিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।

ঝিনুক ব্যবসায়ীরাও তাঁদের স্টলগুলো বন্ধ রেখেছেন। কিছু দোকানিরা সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যা নামার আগেই তাও বন্ধ করছেন। কারন সারাদিনে অনেক দোকানে একজন কাস্টমার পেতেও বেগ পেতে হচ্ছে।

শুধু শুঁটকি, ছাতা, বেঞ্চ বা ঝিনুক ব্যবসায়ীরাই নয়। পর্যটন কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ হোটেল ব্যবসায়ীরা পাচ্ছেন না একটি রুম বুকিং দেয়ার মত পর্যটক। তবে তাদের আশা রমজানের প্রথম দিকে পর্যটক না পেলেও শেষের দিকে কিছু পর্যটক পেতে পারে।

কুয়াকাটা হোটেল সী গার্ল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার সেন্টু মিয়া বলেন, রমজান মাসে রেস্টুরেন্ট খোলা রাখতে গেলে প্রায় অর্ধ লক্ষ টাকা লোকসান হয়।তাই বাধ্য হয়ে বন্ধ রেখেছি। কর্মচারীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়েছি।তবে পর্যটক বাড়লে আবার খুলে দেব।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আ. রহিম জানান, রমজান শুরুর দিন থেকেই পর্যটক শূন্য সৈকত।মার্চ মাসে আমরা ভরপুর পর্যটক পেয়ে থাকি। তবে রমজান শুরু হওয়ায় সেগুলো বন্ধ হয়ে গেছে। আমরা ক্যামেরা নিয়ে সৈকতে নামি কিন্তু কোনো লোক নাই, সরাদিনে একশো টাকাও ইনকাম নেই।
সৈকতের আচার দোকানি নাসির উদ্দিন জানান, রমজানের শুরুটা পর্যটক শূন্য হলেও ১০ রমজানের পরে পর্যটকের আমগন ঘটবে এমনটা মনে হচ্ছে। বর্তমানে পর্যটক নেই তাই অনেক দোকান বন্ধ রয়েছে আমরা কিছু দোকান খুলে সময় কাটাচ্ছি তবে ইফতারের আগে বন্ধ করে দেই।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রতি বছরই রমজান মাসের প্রথম দিকে পর্যটক তুলনামূলক অনেকটাই কম থাকে। বর্তমানেও তার ব্যাতিক্রম ঘটেনি।

তবে আমরা ১০-১৫ রমজানে কিছু বুকিং পেয়েছি। সেই সাথে ঈদে লম্বা বন্ধ থাকায় অগ্রিম ভালো একটা বুকিং পাওয়ার আসা করছি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র পুলিশ পরিদর্শক কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, বর্তমানে কুয়াকাটায় পর্যটক নেই। কিন্তু আমাদের টহল টিম এখনও সৈকতে দায়িত্ব পালন করছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৭/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD