বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন বছরের প্রথম দিনেই বিচ্ছিন্ন দীপ অঞ্চলে সহকারী পুলিশ সুপার বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলাপাড়ায় মামলায় স্বাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাউফলে জমিজমা নিয়ে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষ; আহত ১৫ মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত বরিশালে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সম্পন্ন-তরুণদের জোরালো জলবায়ু ন্যায্যতার দাবি বাউফলে বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু ঝালকাঠি সদর উপজেলা তরুণ দলের অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
বরিশালের চরমোনাই মাহফিল থেকে চুরি হওয়া ৬৪ মোবাইল ফোনসহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

বরিশালের চরমোনাই মাহফিল থেকে চুরি হওয়া ৬৪ মোবাইল ফোনসহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই মো. তানজিল।

এক বার্তায় তিনি জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। যে মাহফিলে আগত মুসল্লিদের একাধিক মোবাইল চুরির ঘটনা ঘটার সংবাদ পায় কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা।

ওই সংবাদের ভিত্তিতে  কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মো. ইব্রাহীম খলিল, এসআই আব্দুল্লা আল জোবায়ের, পিএসআই রুহুল আমিন, এএসআই মো. আরিফ হোসেনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম অভিযানে নামে।

তারা গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের ফলপট্টি এলাকার আবাসিক হোটেল চন্দ্রদ্বীপের চতুর্থ তলায় অভিযান চালায়।

অভিযানে পটুয়খালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা নাজমুল হাসান আনোয়ার (৩২), বাগেরহাট জেলার কচুয়া থানাধীন গজালিয়া এলাকার ওমর ফারুক (৩৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মুকরিম পুর এলাকার মো. ওমর (৩০), নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর এলাকার আসাদুজ্জামান (২৮) ও গোপালগঞ্জের সদর থানাধীন কাজলিয়া এলাকার মো. বরকতকে (৩০) আটক করা হয়। পাশাপাশি ওই সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চোরাই ৬৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানিক দলের সদস্য এসআই আব্দুল্লা আল জোবায়ের ক্রাইমসিনকে  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির বিষয়ে আমরা তথ্য পেয়ে এ অভিযানটি পরিচালনা করি। অভিযানে আটকদের কাছে উদ্ধার হওয়া ৬৪ মোবাইল ফোনের মধ্যে বেশিরভাগই চরমোনাই মাহফিলের মুসল্লিদের বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

তবে পুরো ঘটনা আরও খতিয়ে দেখা হয়েছে। সে সঙ্গে আটকদের দেওয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতের স্থানে গিয়ে পারস্পরিক যোগসাজশে চুরি করে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। যার ধারাবাহিকতায় হোটেল চন্দ্রদ্বীপের দুটি কক্ষ ভাড়া করে চক্রের সদস্যরা চরমোনাই মাহফিলে চুরি করছিল।

এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অভিযানিক দলের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD