বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
বরিশালে মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক নাদিম মাহমুদকে (৪০) কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক নাদিম মাহমুদ বলেন, তাদের এলাকায় নিয়মিতভাবে মাদক সেবন ও বিক্রি করে কতিপয় যুবক শাওন। এলাকায় মাদক বিক্রি করতে একাধিকবার নিষেধ করা হয় তাকে। এতে মাদকসেবী ও বিক্রেতারা ক্ষুদ্ধ হয়।
নাদিম অভিযোগ করে বলেন, এলাকার রাস্তার পাশে প্রসাব করতে বসলে মাদকসেবী শাওন জোমাদ্দার, তুহিন জোমাদ্দার, শাহিন জোমাদ্দার তাদের পিতাঃ সেন্টু জোমাদ্দারসহ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
হামলাকারীরা সাংবাদিক নাদিমকে বেধরকভাবে কুপিয়ে আহত করেছে। খবর পেয়ে পুলিশ আসার পূর্বে হামলাকারীরা পালিয়েছে।
ঘটনাটির বর্ণনা দেয়ার জন্য সাংবাদিক নাদিম মাহমুদ কোতয়ালী মডেল থানায় উপস্থিত হলে অফিসার ইনচার্জ মিজানুর রহমান তাকে চিকিৎসা নেয়ার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হামলাকারী শাওনসহ অন্যদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কোন মন্তব্য করবে না।
তবে প্রত্যক্ষদর্শী মামুন জানান সাংবাদিক নাদিমের সাথে শাওনের পরিবারের সাথে হাতাহাতি হয়েছে এতে নাদিম রক্তাক্ত জখম হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।