সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নিজ ঘরে ফিরেছে ফরচুন বরিশাল প্রকল্পের কাজ বাঁধাদানসহ হয়রানির অভিযোগ পরিসংখ্যান অফিসের আইটি সুপারভাইজার সাইফুল ইসলামর বিরুদ্ধে ৫৪ ঘন্টা পরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উদ্ধার জমি দখলে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মারধর ও শ্লীলতাহানি এবং স্বর্নলংকার লুট দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন জনসম্মুখে সাংবাদিকদের হুমকি দিলেন বিএনপি’র’ সাবেক সংসদ সদস্য বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে জলদস্যুদের হামলা।। ৩ জেলে গুলিবিদ্ধ কলাপাড়ায় আঞ্চলিক পর্যায়ের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’র মূল্যায়ন অনুষ্ঠিত চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল কলাপাড়ায় শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন ইসলামী যুব ও ছাএ আন্দোলন বাংলাদেশ সম্মেলনে প্রধান অতিথি -মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের কলাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরাজ্জামানের বিরুদ্ধে অর্থনৈতিক শুমারীর টাকা আত্নসাতের অভিযোগ সাংবাদিক হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তর নিখোঁজ, ব্যবহৃত মোটরসাইকেল  উদ্ধার কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের দু’মুখো শঙ্খিনী সাপ উদ্ধার
টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নিজ ঘরে ফিরেছে ফরচুন বরিশাল

টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নিজ ঘরে ফিরেছে ফরচুন বরিশাল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নিজ ঘরে ফিরেছে ফরচুন বরিশাল। তবে লঞ্চে নয়, বিমানে করে আকাশপথে বরিশালে এসেছে শিরোপা।

সঙ্গে এসেছেন টিম ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালসহ খেলোয়াড়রা।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে বরিশাল বিমানবন্দরে কাপসহ ফরচুন বরিশালের সদস্যরা পা রাখেন। সেখানে তাদের বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের পাশাপাশি ফরচুন গ্রুপের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা গ্রহণ শেষে খেলোয়াড়রা টিম বাসে করে বরিশাল শহরের বিসিক এলাকার উদ্দেশে যাত্রা করেন। আর পুরো পথে ক্রিকেটপ্রেমীরা টিম বাসকে মোটরসাইকেল আর ফোর হুইলার যান দিয়ে ঘিরে রাখে। এ যেন এক মোটর শোভাযাত্রা।

পরে বেলা ৪টার দিকে বরিশাল বিসিকে ফরচুন গ্রুপের ফ্যাক্টরি থেকে নগরের বেলস পার্কের উদ্দেশে খেলোয়াড়দের নিয়ে টিম বাস যাত্রা করে। সেখানেও ক্রিকেটপ্রেমীদের মোটরসাইকেল বহর টিম বাসকে এগিয়ে নিয়ে যেতে থাকে পার্কের দিকে। বেলা সাড়ে ৪টার দিকে টিম বাস পার্কের কাছে এসে পৌঁছালেও সেখানে ক্রিকেটপ্রেমীদের ভিড় ঠেলে মাত্র কয়েক গজ দূরের মঞ্চের কাছে যেতেও লেগে যায় আধঘন্টা।

এদিকে টিম বাস দেখে উৎসুক ক্রিকেটপ্রেমী ও দর্শকরা মঞ্চের দিকে এগিয়ে যায়। সামনের বেরিকেড ভেঙে পছন্দের টিম বরিশালের খেলোয়াড়দের দেখতে একেবারে মঞ্চের কাছে চলে যান তারা।

আর এতে বিপাকে পড়েন আয়োজকরা। শত চেষ্টা করেও দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যেই মঞ্চে উঠানো হয় পর পর দুইবারের ট্রফি। মুহুর্তের মধ্যে পুরো মাঠ জুড়ে বরিশাল-বরিশাল স্লোগানে মুখরিত হতে থাকে।

এর পরপরই মাহামুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালসহ খেলোয়াড়রা মঞ্চে ওঠেন। তামিম এবারের কাপ হাতে নিয়ে দর্শকদের উদ্দেশে তুলে ধরেন, তখন আবার ‘বরিশাল বরিশাল’, ‘তামিম তামিম’ স্লোগানে মুখরিত হয় গোটা মাঠ।

এরপর মঞ্চ থেকে খেলোয়াড়রা নেমে গিয়ে টিম বাসে উঠেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন। আর এতে মঞ্চের কাছাকাছি থাকা দর্শকরা ক্ষুব্ধ হন এবং মঞ্চের দিকে বোতল ছুড়ে মারেন।

পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে দীর্ঘ সময় অপেক্ষা করে কয়েক মিনিটের জন্য কাপ আর খেলোয়াড়দের দেখতে পেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

সাব্বির নামে এক ক্রিকেটপ্রেমী বলেন, ‘গতবার ফরচুন বরিশাল বিপিএলের শিরোপা জিতলেও ট্রফি বরিশালবাসীকে দেখানো হয়নি। টানা দ্বিতীয়বারের জয় শেষে এবারে কাপ ও খেলোয়াড়দের বরিশালে নিয়ে আসার কথা। আনাও হলো, কিন্তু মন ভরে দেখা হলো না।

হাজার হাজার মানুষ দুপুর থেকে মনভরে খেলোয়াড় আর ট্রফি দেখার অপেক্ষায় এই মাঠেই অবস্থান করছিল। তবে বেশিরভাগেরই আমার মতো অবস্থা। যারা মঞ্চের কাছে ছিল তারা হয়তো ভালোভাবে দেখতে পেয়েছে সবাইকে। ‘

সাবিহা নামে এক নারী ভক্ত বলেন, ‘একনজর তামিম ইকবালকে দেখার জন্য মাঠে এসেছিলাম, কিন্তু এত ভিড় যে মঞ্চের কাছেই যেতে পারিনি। তারপরও দূর থেকে দেখার চেষ্টা করতে না করতেই স্টেজ থেকে নেমে যান। আরেকটু সময় থাকলে হয়তো ভালোভাবে দেখার সুযোগটা হতো। ‘

নজরুল নামে অপর এক ক্রিকেটপ্রেমী বলেন, ‘এত অল্প সময়ের জন্য খেলোয়াড়রা মঞ্চে উঠবেন তা বুঝলে টেলিভিশনেই দেখতাম। এত সময় ধরে মাঠে তাদের দেখার জন্য বসে থাকতাম না। পূর্ব পরিকল্পনা ছাড়া এ ধরনের আয়োজনে এত মানুষের উপস্থিতিতে বিশৃঙ্খলা ঘটতেই পারে। তবে এর জন্য এত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করা উচিত হয়নি।

তার ওপর খেলোয়াড়দের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা দেখতে পেলাম না। সবমিলিয়ে হতাশার মাঝেই আনন্দ ‍খুঁজতে হবে কারণ আমরা বিপিএলএ টানা দুই বার চ্যাম্পিয়ন।

এদিকে আয়োজকরা জানিয়েছেন, সকল প্রস্তুতি থাকলেও বেলস পার্কে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি ছিল অনেক বেশি। সেইসঙ্গে বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝেই ট্রফি নিয়ে মঞ্চে উঠেন খেলোয়াড়রা।

ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় তারা বেশিক্ষণ মঞ্চে না থাকলেও বরিশালবাসীকে কিন্তু নিরাস করেননি। ক্যাপ্টেনসহ খেলোয়াড়রা কথা দিয়ে কথা রেখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD