বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্মার্ট, দক্ষ এবং নিবেদিত স্বেচ্ছাসেবক তৈরির জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় অফিসার্স ক্লাব কলাপাড়ায় সুশীলন এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান সামাজিক সুরক্ষা কর্মসূচীকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মসূচির পরিচালনা করেন সুশীলন এর উপজেলা ম্যানেজার রেজাউল কবির।
প্রশিক্ষণ শেষে আলোচনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রাখেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর টিম লিডার গাজী আসাফ উদ দৌলা, মো. ইভান মাতুব্বর, মো. শহিদুল ইসলাম, মো. মো. জাহিদুল ইসলাম সেলিম, সুশীলন এর চম্পাপুর ইউনিয়নের ফিল্ড সুপারভাইজার মো. আতাউর রহমান। এসময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর বিশজন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া