বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
বরিশাল নগরীর (২৬) নং ওয়ার্ডস্থ কালিজিরা খান মার্কেট তেমাথা) ইট,বালু ও সিমেন্ট
ব্যবসায়িদের কাছ থেকে আওয়ামী নেতা কর্তৃক অবৈধভাবে ইজারার নামে
প্রতিনিয়ত চাঁদাবাজি আদায় বন্দের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১০) অক্টোবর সকাল ১০টায় ২৬ নং ওয়ার্ডস্থ কালিজিরা খান মার্কেট
এলাকার স্থানীয় ব্যবসায়িদের ব্যানারে মানববন্ধন করেন তারা।
খান মার্কেট ব্যবসায়ি সমিতি আহবায়ক মজিবর রহমান খান লিটনের সভাপতিত্বে
কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কায়কোবাদ,ব্যবসায়ি মাহমুদুল
হাসান,পলাশ হাওলাদার ও শামীম খান প্রমুখ।
এসময় তারা অভিযোগ করে বলেন নজরুল ইসলাম বিআইডবিøটি’এর কাছ থেকে উক্ত
খালের একটি ভূয়া ইজারা আনার কথা বলে প্রতিনিয়ত ব্যবসায়িদের কাছ থেকে
জোড়পূর্বক চাঁদা আদায় করার পাশাপাশি স্থানীয় আওয়ামী নেতা পরিচয়দানকারী উজ্জল
ঘড়ামী ও বাবু হাওলাদার সহ তাদের দলবল বিভিন্ন সময় আগ্নে অস্ত্র-শস্ত্র নিয়ে
ব্যবসায়িদের মারধর করে চাঁদা আদায় করে নিচ্ছেন।
অভিলম্বে এসকল আওয়ামী অবৈধ চাঁদাবাজদের হাত থেকে সাধারন ব্যবসায়িদের রক্ষা করার
জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ি নেতৃবৃন্দ।
শামীম আহমেদ
বরিশাল,
১০-১০-২৪ইং।