শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই, সরকারের প্রতিটি কাজ দায়িত্বশীল ভাবে করতে হবে। অন্তত দেশের স্বার্থে প্রতিটি কাজ নির্ভেজাল ও ঠিকভাবে করুন।
শনিবার (৬ জুলাই) বিকেলে বরিশাল নগরের জিলা স্কুল মোড়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আর এ উন্নয়ন কাজের বিশাল একটি অংশ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ। কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মতবিনিময়কালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানসহ গণপূর্ত বিভাগ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেল সাড়ে ৩টায় বরিশাল গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় পরিদর্শনে আসেন শ ম রেজাউল করিম। এসময় তাকে গণপূর্ত বিভাগ ও ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।