বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট এওয়ার্ড জেলা পর্যায়ের মূল্যায়ন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলার মাধ্যমিক স্তরের প্রেসিডেন্ট এওয়ার্ড’র জন্য ৩৪ জন স্কাউট শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জন কাব স্কাউট শিক্ষার্থী এ মূল্যায়নে অংশগ্রহণ করেন। এ সময় ৪০ মিনিট লিখিত পরীক্ষা, ভাইভা এবং প্রাকটিকাল(সাঁতার) কার্যক্রম’র মাধ্যমে মূল্যায়ন অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র সিনিয়র শিক্ষক মো.নুরুল হক কেন্দ্র সমন্বয়কারী এবং মূল্যায়ন পরিচালনা করেন, পটুয়াখালী জেলা স্কাউট কমিশনার মো.সুলতান আহম্মেদ, উপ-পরিচালক পটুয়াখালী ও বরগুনা জেলা সাকিলা ইয়াসমিন, জেলা স্কাউট লিডার সাইয়েদুল হক আজাদ, জেলা কাব-স্কাউট লিডার মো.কাইউম ও পটুয়াখালী সদর উপজেলা স্কাউট লিডার শাহানাজ পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা স্কাউটস কমিশনার ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, উপজেলা স্কাউটস লিডার মো.নিজাম উদ্দিন, সহ-সভাপতি ইকবাল বাসার খান, সহ-কমিশনার ও মঙ্গলসূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুজ শাকিব কনা, মো.মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মামানৈ, সদস্য মো.মোয়াজ্জেম হোসেন, সঞ্জয় সিকদার ও শাহ-আলম প্রমুখ।
কলাপাড়া উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক জানান, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি করে স্কাউট ইউনিট থাকা দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এজন্য আমরা প্রতি শুক্রবার এবং শনিবার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষার্থীদের স্কাউট বিষয়ক এক্সট্রা ক্লাস নিয়ে থাকি। শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে মূল্যায়ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তিনি।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২৮/০৯/২০২৪