বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সোমবার বিকেলে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয় । পবিত্র কালামে হাকীম থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয় ।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক এবং যুগ্মসচিব মোঃ সোহরাব হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ।
ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলার নবাগত এস পি মোহাম্মদ বেলায়েত হোসেন ।
ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন রেজা মুহাম্মদ মহসিন ফিল্ড অফিসার ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় ।
এর আগে আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয় ।
সামাজিক ভাবে ব্যক্তিগত পর্যায় থেকে রাস্ট্রীয় পর্যায়ে ইবতেদায়ী মাদরাসার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন বরিশালের নবাগত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন ।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার ব্যাপারে সুদীর্ঘ মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানের মধ্যমনি যুগ্মসচিব বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ সোহরাব হোসেন ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং আগত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সভাপতি ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম ।