শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালে ষোড়শী নামে এক কিশোরীকে ধর্ষণের ১০ বছর পর ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল খান বরিশালের মুলাদী উপজেলার চিলমারী গ্রামের বাসিন্দা শাহআলম খানের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির।
মামলার বরাতে তিনি জানান, একই বাড়ির বাসিন্দা কিশোরী ষোড়শী সহজ সরল প্রকৃতির। প্রায়ই সময় সে প্রতিবেশী সাইফুলের ঘরে যাতায়াত করতো।
২০১৪ সালের ৫ জানুয়ারি সকালে ওই ঘরে যান ষোড়শী। এ সময় ঘরে স্ত্রী না থাকায় ষোড়শীকে ধর্ষণ করেন সাইফুল। একই বছরের ২ এপ্রিল ষোড়শী অসুস্থ হয়ে পড়লে জানতে পারেন তার কন্যা তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপর সাইফুল ষোড়শীকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।
২০১৪ সালের ৮ এপ্রিল সাইফুল ও তার স্ত্রীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন ষোড়শীর মা।
মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম মামলার তদন্ত করে একই বছরের ২৩ সেপ্টেম্বর সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।