মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মবিরতি পালন করছেন অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা। এতে করে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।
বাস শ্রমিকরা জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হওয়ার পরেও নিয়মিত চলাচল করছে।
এর ফলে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা।
আজও এক বাস শ্রমিক থ্রি হুইলারের ধাক্কায় আহত হন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কর্মবিরতি পালন শুরু করেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।