বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল নগরীর মথুরানাথ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নির্যন চক্রবর্তী ( সুবাসিস) বয়স ১৪ কে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
সুবাসিস বরিশাল নগরীর কলেজ রো এলাকার পিতা, ধীমান চক্রবর্তী ও মাতা শীলা চত্রবর্তীর ছেলে। গত ৩০ আগস্ট বিকেলে বাসা থেকে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি।
এবিষয়ে কোতয়ালি মডেল থানায় একটি জিডি (জিডি নং ১৫৬৭) করা হয়েছে। কোন স্বহৃদয় ব্যাক্তি যদি তার সন্ধ্যান পান তবে ০১৩০০১৩১০২৫ নম্বরে তার বড় নিরব চক্রবর্তির সাথে যোগাযোগের অনুরোধ জানানো গেলো।