শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
মাহাবুব গলাচিপা উপজেলার প্রতিনিধিঃ
আওয়ামী সরকারের ১৫ বছরে এত উন্নয়নের জোয়ার ভয়ে গেলেও চোঁখে পরার মত ৫ বছরেও পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ও চর কপালভেরা যাতায়াতের একমাত্র ঝুঁকিপূর্ন ব্রিজে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
৫ই আগাস্ট সরকার পদত্যাগের কয়েকঘন্টা পর রাত্র আনুমানিক ১১ টার সময় হঠাৎ বিকট শব্দ শুনে এলাকায় বাসীর মধ্যে আতাঙ্ক ছরিয়ে করল, পরে স্থানীয় লোকজন গিয়ে দেখে পর্বে দেওয়া কাঠের ব্রিজসহ অর্ধেক ভেঙে ডালাই ও খুটিঁ এঙ্গেল নদীতে পরে যায়। যাতায়াত ব্যাবস্তা বন্ধহয়ে যাওয়ায় চরবিশ্বাস ১নং ও ২ নং ওয়ার্ডের স্থানীয় যুবসমাজের উদ্দোগে এলাকা বাসীর সহযোগিতায় ৩ দিন কাজ করে সাঁকো তৈরী করলে, যাতায়াত স্বাভাবিক হলেও ৫ দিন পরে ডালাইকৃত বাকি থাকা অর্ধেক ব্রিজ ভেঙে ১৮/৮ /২০২৪ইং রবিবার সকাল আনুমানিক ১১ টার সময় ডালাই ও এঙ্গেলসহ নদীতে তলিয়ে যাওয়ার, চরম ভোগান্তিতে পরছে শিক্ষার্থীসহ শতশত মানুষের যাতায়াত ব্যাবস্তা।
তবে অতিদ্রুত একটি ব্রিজ কালভাট ও সাঁকোর দাবি জানিয়েছে শিক্ষার্থীসহ এলাকায় বাসী ও স্থানীয় ব্যাবসায়ীরা,