মাহাবুব গলচিপা প্রতিনিধি ঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দ্বীপ অঞ্চল চরবিশ্বাস ও চরকাজল দুই ইউনিয়নের মধ্যে স্থানে অবস্তিত একমাত্র মহাবিদ্যাপীড হাজী কেরামত আলী ডিগ্রী কলেজটি দীর্ঘ দিন প্রর্যন্ত কিছু কুচক্রী মহল ও স্বার্থনেশী দূর্নীতিবাজ ৩ শিক্ষকের রাজনীতির বেড়াজালে আটকে থাকা সেই শিক্ষা প্রতিষ্ঠানটি উম্মুক্ত করতে, দূর্নীতিবাজ ৩ শিক্ষকের পদত্যাগের দাবিতে ঘন্টা ব্যাপী প্রতিষ্টানের ভিতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা,১২/৮/২০২৪ইং রোজ সোমবার সকাল আনুমানিক ১১টা এই বিক্ষোভ ও মিছিল করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে ইতিপূর্বে যোগদান কৃত অধ্যাক্ষ আলিমুউজ্জামান একাদিক বার কলেজে ডুকতে চাইলেও তাহাকে অধ্যাক্ষ হিসাবে স্থান দেয়নি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জাহিদুল ইসলাম উল্টো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে সম্মান হানি ও অপমান অপদস্ত করে, অধ্যাক্ষ আলিমুউজ্জান আজ আনুষ্ঠানিক ভাবে যোগদান করায় কলেজের সকল শিক্ষার্থীওশিক্ষক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষার্থীর বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আই সিটির প্রভাষক জাহিদুর ইসলাম, পৌরনীতির প্রভাষক সহকারী অধ্যক্ষ বাবুল আক্তার, বাংলা প্রভাষক এনামুল হক, এই ৩ জন শিক্ষকের পদত্যাগ না করা প্রর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরে ৩ শিক্ষকের দূর্নীতি অনিয়মের অভিযোগ ও আনুষ্ঠানিক ভাবে অধ্যক্ষ আলিমুউজ্জামান যোগদান উপলক্ষে একটি মতবিনিময় ও আলোচনা সভা কলেজে অধ্যক্ষ অফিস রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম মোস্তোফা সাহেব, আরো উপস্থিতি ছিলেন চরবিশ্বাস ও চরকাজল দুই ইউনিয়নের সকল রাজনৈতিক দলের নৃত্য বৃন্দ সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীর।