মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
সড়কে পুলিশ দেখে সন্তুষ্ট বরিশালের ছাত্র-জনতা

সড়কে পুলিশ দেখে সন্তুষ্ট বরিশালের ছাত্র-জনতা

Sharing is caring!

শামীম আহমেদঃ
বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪ থানার পাশাপাশি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা
মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।

আজ সোমবার (১২ জুলাই) সকাল থেকে তারা নিজ নিজ কর্মস্থলে হাজিরা দিয়ে দায়িত্ব
বুঝে নিয়েছেন। সকাল ৯ টায় বরিশাল নগরের ব্যস্ততম সড়কগুলোর গুরুত্বপূর্ণ
পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ সময় তাদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে অনেক পথচারী, যানবাহন
চালক ও যাত্রীদের।

এদিকে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজে সোমবারও আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস,
বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা
গেছে।

জনগণের মুখোমুখি করে দেওয়াসহ সহকর্মীদের ওপর হামলায় হতাহতের ঘটনায় কিছুটা
ক্ষোভ, কষ্ট থাকলেও ১১ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে কাজে ফিরেছেন পুলিশ
সদস্যরা।

বরিশাল নগরের সাগরদী এলাকার বাসিন্দা শাহিন হাওলাদার বলেন, সরকার পতনের পরে আইন-
শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের অনুপস্থিতিতে অরাজক পরিস্থিতি নিয়ে অনেকটা
আতঙ্কে দিন কাটিয়েছি।

সর্বশেষ ৫ আগস্ট সকালে বরিশাল নগরে পুলিশ সদস্যদের
দায়িত্ব পালনে করতে দেখেছি। আর এর ছয় দিন পর আজ সকালে পুলিশ সদস্যদের মাঠে
দেখছি।

এ ছয়দিন যে কীভাবে কেটেছে তা বলতে পারবো না, তবে সড়কে শিক্ষার্থী
ভাইবোনদের সরব উপস্থিতি যেমন আমাকে সাহস জুগিয়েছে তেমনি ভোগান্তি
ছাড়াই চলাচল করতে পেরেছি।

কাজে ফেরায় লাকি আক্তার নামে এক নারী নগরের কাকলির মোড়ে থাকা ট্রাফিক পুলিশ
সদস্যদের খোঁজ খবর নিয়ে বলেন, তারা তো আমাদেরই ভাই, তাহলে তাদের খোঁজ-খবর তো
আমাদেরই নিতে হবে। তারা যে মাঠে না থাকলে সাধারণ মানুষ কতটা উদ্বেগে থাকেন
তা গত কয়েক দিনে সবাই টের পেয়েছে। আমরা চাই নতুন উদ্যোমে তারা নাগরিক
সেবা নিশ্চিত করুক।

দায়িত্ব পালন শুরুর পর কনস্টেবল বশির জানান, অনেক দিন পরে মাঠে নেমেছি কিছুটা
উৎকণ্ঠা থাকলেও ভালো লাগছে।

দিন যত যাবে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করি।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম তানভীর
আরাফাত পিপিএম (বার) বলেন, সদস্যদের সঙ্গে সকালে কথা হয়েছে, তাদের মনোবল দৃঢ়
আছে। সকাল থেকে ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের দায়িত্বপালন শুরু করেছেন। দুটি
ভাগে বিভক্ত হয়ে তারা নগরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করবেন।

অপরদিকে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) জানিয়েছেন, সকাল থেকে বরিশাল
জেলার ১০ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন।
প্রতিটি সদস্য তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

সীমিত আকারে নৌ-পুলিশের সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন
নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD