রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
চলতি অর্থ বছরের প্রথম ব্যাচ ১১৪৬ তম দলে ৭ জেলা যথাক্রমে বরিশাল , ঝালকাঠি , পটুয়াখালী , বরগুনা , পিরোজপুর , ভোলা এবং মাদারীপুর থেকে আগত প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে ৪৫ দিনব্যাপী ১০০ জন বাছাইকৃত সম্মানিত ইমামবৃন্দের নিয়মিত প্রশিক্ষণ কোর্স ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে অবস্থিত ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে শনিবার বিকেলে উদ্বোধন করা হয় ।
পবিত্র কালামে হাকীম থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । পরবর্তীতে নাতে রাসুল সাঃ উপস্থাপিত হয় । ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের ধর্মীয় প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা পর্ব শুরু করা হয় ।
তিনি বলেন , দশটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মৌলিক ও বহুমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মজীবনে স্বাবলম্বী হিসেবে একজন ইমাম কে গড়ে তোলার জন্য এই দীর্ঘমেয়াদী কার্যক্রম । আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রায় চার লক্ষ বারো হাজার মাসজিদের মাধ্যমে যে কোন বার্তা দ্রুততম সময়ে জনগণের মাঝে পৌছে দেয়ার ক্ষেত্রে এই প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য ।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম বলেন , দেশের আর্থ সামাজিক উন্নয়নে মাসজিদের সম্মানিত ইমামদের সম্পৃক্ত করার মহৎ উদ্দেশ্যে নিয়ে যৌথভাবে কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এবং ইমাম প্রশিক্ষণ একাডেমী ।
এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমীর প্রধান কার্যালয় ঢাকার পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার সমাজের অবহেলিত অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের জন্য নি:স্বার্থভাবে কাজ করার জন্য প্রশিক্ষণে আগত ইমামবৃন্দ কে আহবান জানান । প্রশিক্ষণ শেষে আহরিত জ্ঞান স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেয়ার পাশাপাশি সমসাময়িক বিষয়ে জনগণকে সঠিকভাবে সচেতন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে কাজ করারও পরামর্শ দেন তিনি ।
প্রধান অতিথির ভাষণে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাহ মুহাম্মদ রফিকুল ইসলাম তার দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন , মুসলীমদের সোনালী অতীত খিলাফাত চলাকালীন সময়ে খলিফার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি তার আওতাধীন এলাকার প্রধান মাসজিদের ইমামতির দায়িত্ব শুধুমাত্র সওয়াবের আশায় জনগণের নেতা হিসেবে বিনা পারিশ্রমিকে আনজাম দিতেন ।
আজকের আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে আপনারা সম্মানিত ইমামবৃন্দ যারা উপস্থিত আছেন তারা সকলেই আমাদের মত সাধারণ জনগণ বা মুসুল্লীদের ধর্মীয় ইবাদাত বান্দেগীর অন্যতম জিম্মাদার । তাই পবিত্র জুমআর খুৎবা প্রদানকালে ইহকালীন ও পরকালীন কল্যাণ নির্ভর বিষয়ে সময়োপযোগী প্রজ্ঞাপূর্ণ বক্তব্য দেয়া জরুরী ।
যাতে করে উপকারী জ্ঞান সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আমরা রাস্ট্রের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হই । অবসরে যুগোপযোগী উৎপাদনমুখী কাজে নিয়োজিত থাকাও বর্তমান প্রেক্ষাপটে ইমামদের জন্য আবশ্যক । সম্মানিত ইমামদের সুষ্ঠুভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞান সমাজের উপকারে ব্যয়ের মাধ্যমে সাদাকাতুল জারিয়া প্রাপ্তির পথ সুগম করার আহবান জানিয়ে তিনি বক্তৃতা সমাপ্ত করেন । অনুষ্ঠানের সভাপতি ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের উপ পরিচালক মোঃ আলম হোসেন সমাপনী বক্তব্যে বলেন , বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধগতি এবং নিত্য প্রয়োজনীয় খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি পরনির্ভরশীলতা থেকে মুক্তি পেতে প্রশিক্ষণের অন্যতম বিষয় কৃষি ও বনায়ন কে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট এলাকার চাহিদা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তত্বাবধানে গঠিত জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ঋণ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণের জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে বুদ্ধি খাঁটানোর পাশাপাশি শক্তি দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে সম্পূর্ণরূপে মুক্তিলাভ সম্ভব ।
দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলার উপ পরিচালক আব্দুর রাজ্জাক রনি । ৎ
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের কেয়ারটেকার মো: মোখলেছুর রহমান ।