প্রজ্ঞা ফাউন্ডেশন এর সৌজন্যে নগরীর অশ্বিনী কুমার হলে স্বেচ্ছাসেবক সম্মেলন ও সম্মাননা-২০২৪ এ ২৪ টি সংগঠন অংশগ্রহণ করেছে।স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে ১২ টি সংগঠন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত প্রজ্ঞা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সুভাশীষ দাস (সুভাষ) এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বিসিসি’র প্যানেল মেয়র কোহিনুর বেগম, জেলা প্রশাসক, বিসিক এর শিল্প উদ্যোক্তা চেয়ারম্যান সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা পুরস্কার পেয়েছেন বরিশাল এনিমেল ওয়েলফেয়ার অব বরিশাল সংগঠন এর প্রতিসঠাতা ও চেয়ারম্যান সৈয়দা সাবিকুন নাহার তুবা সহ বাংলাদেশ এর বিভিন্ন জেলার সংগঠকরা।
এর আগে চলমান বছরের ১৬ মার্চ শনিবার ‘অ্যানিম্যাল্ ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চেয়ারম্যান হাবিব আহমেদ তাকে প্রাণী সংগঠন এর সেরা উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট দিয়েছিলেন ‘অ্যানিম্যাল্ ওয়েলফেয়ার অব বরিশাল’ গ্রুপ প্রধান ও সভাপতি সৈয়দা সাবিকুন নাহার তুবা ( সৈয়দা তুবা নাহার) কে। প্রজ্ঞা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী সংগঠন যা বরিশাল সদরে অবস্থিত। সংগঠনটি মানবিক, সামাজিক কাজে বরিশালে প্রায় ৮ বছর যাবৎ নিবেদিত রয়েছে এবং সামাজিক, মানবিক, আত্মউন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠান আয়োজন করে ।
এরই ধারাবাহিকতায় ১২ জুলাই বরিশাল বিভাগের সকল স্বেচ্ছাসেবী, সামাজিক, যুব, নারী, উদ্যোক্তা সংগঠনের স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের নিয়ে একটি মিলনমেলা, সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।