কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ২ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন করেছে কৃষি বিভাগ।
বুধবার দুপুরে ২০২৩-২৪ অর্থবছরের প্রনোদনা কর্মসূচির আওতায় পৌর শহরের কৃষি গুদামে বসে এসব চারা বিতরন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, থানা ইনচার্জ মো: আলী আহম্মেদ ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো: সুজন মোল্লা।
কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন জানান,এ নারিকেল গাছ সাত বছরের মধ্যে ফলন ধরবে। এগুলো দেশীও উন্নত মানের চারা।এ চারাগুলো বাড়ির আঙিনা সহ বিভিন্ন খোলা স্থানে রোপন করে সঠিকভাবে পরিচর্যার অনুরোধ জানান।
মোয়াজ্জেম হোসেন