শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃৃক বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা
হয়েছে।
মঙ্গলবার সকালে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে বরিশাল জেলার পাঁচটি উপজেলায়
৩২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তরের মাধ্যমে এ ঘোষণা
করা হয়।
জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলায়
মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ৫ হাজার ৯৬০টি।
ইতোপূর্বে চারটি ধাপে ৫ হাজার
৬৩৩টি পরিবারকে দুই শতক জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার পঞ্চম ধাপের
দ্বিতীয় পর্যায়ে জেলার পাঁচটি উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় ২১৩টি,
বানারীপাড়ায় ২৪টি, গৌরনদীতে ৩২টি, হিজলায় ৩০টি, আগৈলঝাড়ায় ২৮টিসহ
মোট ৩২৭টি পরিবারকে অবশিষ্ট গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত
ঘোষণা করেছেন।