শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শামীম আহমেদ ঃ
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই
শ্লোগানকে নিয়ে আজ (৬) জুন বৃহস্পতিবার সকা সাড়ে ৯টায় বিভাগীয় প্রশাসন ও
জেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বরিশাল নগরীর জেলা শিল্পকলা
একাডেমি অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, জেলা
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের
পরিচালক এ,এইচ, এম রাসেদ, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের
নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে নগরীর লেডিস্ধসঢ়; ক্লাব বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে
শেষ হয়।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে
আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন
প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও গাছের চাড়া পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বরিশাল পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ ভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী
পরিবেশ মেলার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ৫ইজুন বিশ^ পরিবেশ দিবসের দিন বরিশালের তিনটি উপজেলায় উপজেলা
নির্বাচন উপলক্ষে প্রশাসনের সকল কর্মকর্তা নির্বাচনে কাজে ব্যস্থ থাকার কারনে
বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।