বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের হিজলার চর একতা বাজারে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বিষয়টি মঙ্গলবার (০৭ মে) রাতে নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি বলেন, মঙ্গলবার মেঘনা নদীর তীরবর্তী চর একতা বাজারের একটি জালের দোকানের গোডাউন থেকে জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো নিয়মানুযায়ী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এ জালের আনুমানিক মূল্য ৪ লাখ টাকার ওপরে বলেও জানান তিনি।
অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বশির উদ্দিন নেতৃত্বে সদস্যরা সহযোগিতা করেন।