কলাপাড়া(প্রতিনিধি) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হলে ডেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যায়।
ঘটনার পরপরই দূর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোজাখুজি অব্যহত রেখেছেন।
জানা যায়, গত ৫ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই জেলের।
মহিপুর থানার ওসি (তদন্ত) আসলাম খান জানান, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি, থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। নৌ-পুলিশের সহায়তায় পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নিবো।