বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সমিতির ব্যাবস্থাপনা পরিষদ আয়োজিত বৃহস্পতিবার বিকেল তিনটায় সমিতির কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো.নকিব উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আবদুল মন্নান লোটাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো.আব্বাস আলী।
এ সময় উপস্থিত ছিলেন কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.শাহাদাত হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো.ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন, ডিরেক্টর রমা রায়, ব্যাবস্থাপক মো.আল আমিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক কর্মচারীবৃন্দ।