পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষীপ্যাচা উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
সোমবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বশার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তি এ প্যাঁচাটি উদ্ধার করেন।
পরে এনিমেল লাভার্স অফ কলাপাড়া শাখার সদস্যদের খবর দিলে তারা এসে প্রাথমিক চিকিৎসা শেষে রাত নয়টায়
প্যাঁচাটি ওই এলাকায় অবমুক্ত করেন।
লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ প্রধান বিশিষ্ট এ লক্ষিপ্যাচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা।
২ কেজি ওজনের এ প্রানীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ। এটি একটি নিশাচর প্রানী বলে জানায় এনিমমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সভাপতি রাকায়েত হোসেন জানান, খবর পেয়ে পাখিটাকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের সাথে নিয়ে ওই এলাকায় অবমুক্ত করে দেই।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: মনিরুল হক মনি বলেন, এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা এই প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেছে। আমরা বন বিভাগ সব সময় তাদেরকে সহযোগিতা করে থাকি।