কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে এসএসসি ২০২৪ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ মার্চ) বিকেলে উচ্চতার গণিত পরীক্ষার মধ্যে দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।
বিজ্ঞান শিক্ষাকে আকর্ষণীয় এবং সহজবোধ্য করে তুলতে পর্যাপ্ত উপকরণ প্রয়োজনে যন্ত্রপাতি এবং দক্ষ শিক্ষক দ্বারা পরীক্ষা পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে। এবং আভ্যন্তরীন ও বহিরাগত পরীক্ষকগণ তাদের সহায়তা প্রদান করছেন।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক এবং উক্ত কেন্দ্রের ব্যাবহারিক পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বায়ক মোঃ দেলোয়ার হোসেন জানান, অত্র এলাকায় দিন দিন বিজ্ঞান শিক্ষার্থী কমে যাচ্ছে।
তাই বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় এবং সকলের উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এই কেন্দ্রের সবগুলো বিষয়ের পরীক্ষা প্রয়োজনীয় উপকরণ এবং পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন হয়েছে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, বিজ্ঞান শিক্ষাকে প্রসারিত করে তুলতে বিজ্ঞান শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যাবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো জানান, শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রের সকল পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে।