শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শামীম আহমেদ ঃ
অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ২৫ জন অসাধু জেলেকে
জেল-জরিমানা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, রোববার হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে
যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ।
অভিযানে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১৫ অসাধু জেলেকে আটক করা হয়।
পরে যাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ
পরিচালিত মোবাইল কোর্টের নিকট সোপর্দ করা হয়।
কোর্ট তাদের মধ্যে ২২ জনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা
জরিমানা প্রদান করেন।