কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভ‚মিকম্প ও অগ্নিকান্ডের ঘটনায় সাধারন মানুষের করনীয় বিষয়ক কর্মকান্ড ফুটে ওঠে।
আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার এর প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
এসময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি( সিপিপি) সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, কলাপাড়া ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ ইলিয়াস।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিপিবি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।