শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বিদ্যুৎ তেল গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহবায়ক মো: ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে বি এন পি কেন্দ্রঘোষিত কর্মসূচী সফল করতে শনিবার সকালে পোর্ট রোড কেরামতিয়া জামে মাসজিদের সামনে থেকে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় ।
বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী স্বৈরাচারী আওয়ামী সরকারের রোষানলে গৃহবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনের আন্দোলন সংগ্রাম গতিশীল করে শ্রমিক মেহনতী মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাদা খন্দকার , মোতালেব মৃধা , আব্দুল খালেক , মোঃ হারুন অর রশিদ , ফিরোজ আলামিন পিয়া ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য মোঃ আলতাফ হোসেন , মোঃ আলী হোসেন , মোঃ শহিদ মোল্লা , মোঃ আল আমিন , আরজু মৃধা , মোঃ রাশেদ , মোঃ মাসুদ প্রমুখ ।
লিফলেট বিতরণকালে ফয়েজ খান বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি প্রতিষ্ঠাকালীন সময় থেকে গণমানুষের দল হিসেবে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ।
বাসা বাড়ী কল কারখানায় ব্যবহৃত বিদ্যুৎ , গ্যাস , জ্বালানী তেল , ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারসাজি , অন্যদিকে প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নিয়ে সাধারণ জনগণের মৌলিক অধিকার হরণ করা আওয়ামীলীগের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে ।
বরিশাল মহানগর শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মী এই অত্যাচার নির্যাতন কে সহ্য করে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মুক্তির জন্য । আমরা ক্ষমতালোভী না ।
হামলা মামলা জেল জুলুম হুলিয়ার ভয় দেখিয়ে আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা । আমরা দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদের কে পাশে চাই ।
এই জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবোনা ।
ইতিহাসের রাখাল রাজা প্রেসিডেন্ট জিয়ার নীতি আদর্শ বুকে ধারণ করে দেশের মানুষ কে সজাগ এবং সোচ্চার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নিরলসভাবে মাঠে ছিলো বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশা আল্লহ ।
এ সময় ফয়েজ আহমেদের জ্বালাময়ী বক্তব্যের সমর্থনে মুহুর্মুহু শ্লোগানে পোর্ট রোড বাজার সহ আশেপাশের এলাকা প্রকম্পিত করে তোলেন মিছিলে আগত শ্রমিক নেতৃবৃন্দ ।
বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের যোগ্য উত্তরসূরী বি এন পির সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বরিশাল মহানগর শ্রমিকদলের প্রতিটি
নেতাকর্মীকে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করার মাধ্যমে অঙ্গ সংগঠন হিসেবে মহানগর শ্রমিকদলের অবস্থান শীর্ষ পর্যায়ে উন্নীত করার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করে আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহবান জানিয়ে লিফলেট বিতরণ সমাপ্ত করা হয় ।