শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শামীম আহমেদ ঃ
বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/মোঃ মেহেদী হাসান, এসআই/পিন্টু পাল,
এএসআই/আউয়াল, এএসআই/মহসিন সবুজ গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম
গোপন সংবাদের ভিত্তিতে ২শত পিচ ইয়াবা ট্যাকলেট সহ ১ জন আটক করেছে।
বিএমপি মিডিয়া সেল তথ্যটি নিশ্চিত করে বলেন আজ শুক্রবার (৮) মার্চ সকাল ৭টায়
এয়ারপোর্ট থানাধীন ৫ নং রহমতপুর ইউপি উত্তর রহমতপুর সাকিনস্থ মন্টু মিয়ার হোটেল
সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইয়াবা সহ অভিযুক্ত
১)মোঃ সালাম মাঝি (৫২),পিতা- আলাল মাঝি, সাং-তেরোচর, মুলাদি পৌরসভা ৬নং
ওয়ার্ড, থানা- মুলাদি , ২শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।