বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা আশ্রয়ণ প্রকল্পের শতাধিক উপকার ভোগীদের মাঝে আজ ১৮ জানুয়ারি বিকাল ৪ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ার বাবুগঞ্জ কাজী এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ শাকিলা রহমান, সহকারী কমিশনার ভূমি বাবুগঞ্জ সুব্রত বিশ্বাস দাস প্রমূখ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।