রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম স্বল্পমূলে তৈরিকৃত ১৯২ জন জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময় বাউফলে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষকসহ আহত-৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে এক গৃহবধূর গর্ভে এক সঙ্গে পাঁচ নবজাতকের জন্ম পটুয়াখালীর গলাচিপায় র‍্যাবের বিশেষ অভিযানে ১২শ কেজী পলিথিন জব্দ,
পটুয়াখালীতে বড় ধরনের কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন

পটুয়াখালীতে বড় ধরনের কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন

Sharing is caring!

মু,হেলাল আহম্মেূদ(রিপন) পটুয়াখালীঃ কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পটুয়াখালী জেলার ৪টি আসনে উৎসব মুখের পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও পটুয়াখালী এক আসনের সদর উপজেলা কচা বুনিয়ায় মুহূর্তে জাপা প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে ।ঘটনায় প্রার্থীসহ ৮ জন আহত হয়েছে।

বড় ধরনের কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। ভোরে ভোটকেন্দ্র গুলোতে কিছু সংখ্যক ভোটার উপস্থিত হলেও দুপুরের পর থেকে ভোটকেন্দ্র গুলো ছিল প্রায় ফাঁকা। ভোটারদের চাপ কম থাকায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বচসসে বসে অলস সময় পার করছেন।

আজ রোববার ০৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম। সরেজমিন ঘুড়ে দেখা যায়,সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম।

তবে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১২০ নং কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে নারী ও পুরুষ ভোটার সংখ্যা চোখে পড়ার মত। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো,জাহিদ হোসেন জানান,এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৫৮ জন।

সকাল ১০.৩০ মিনিটের সময় ভোট প্রদান করেছেন ৩২৯ জন। অপরদিকে ১০১ মং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জাকির হোসাইব বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩১২ জন। যারমধ্যে পুরুষ ভোটার ১৬৩২ মহিলা ভোটার সংখ্যা ১৬৮০ জন। সকাল ১০ পর্যন্ত ৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

১০০ নং কেন্দ্র পানখালী পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ,আবুল কালাম আজাদ জানান, আমাদের এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩৭৫ জন যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৭২১ মহিলা ভোটার সংখ্যা ১৬৫৪ জন। সকাল সোয়া এগারোটার সময় ৬১০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয় ৯৭ নং কেন্দ্রে গেলে দেখা যায় ভোটারদের উপস্থিতি নেই বললোই চলে। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার নিহার রঞ্জন রায় বলেন, আমি যে কেন্দ্রের দায়িত্বে আছি এখানে মোট ভোটার সংখ্যা ২৯৯৭ জন গত তিন ঘন্টায় ৫২৪ ভোটার ভোট প্রদান করেছেন ।

গলাচিপা ৪৯ নং কেন্দ্র গলাচিপা সরকারি কলেজের৷ প্রিজাইডিং কর্মকর্তা জানান,বেলা ১২ টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ৭৪৮, মোট ভোটার সংখ্যা ৩৪৯৫ জন।এছাড়াও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জেয়াদুল কবির জানান,৪৭ নং কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৪০৫ বেলা বারোটার সময় ৭১৭ ভোট কাষ্ট হয়েছে।

এছাড়া ১০০নং কচুয়া ইউনিয়নের কেন্দ্রে পরিদর্শন করে দেখা গেছে ভোটারের উপস্থিতি তুলনামূলক পুলিশ আটক করেছে।
পটুয়াখালী এক নির্বাচনী এলাকার দুমকি উপজেলার আঙ্গারয়ায় জাল ভোট প্রদান কালে দুজনকে পুলিশ আটক করেছে।

৫০৭ টি ভোট কেন্দ্রের ৩,২১০টি বুথে ভোট গ্রহন আজ রবিবার অনুষ্ঠিত হয়। এ সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় ২২ প্লাটুন সেনাবাহিনীর সদস্য, ১১ প্লাটুন বিজিবি সদস্যসহ পর্যাপ্ত র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করে। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে বলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ২৫ টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৫৯ টি, পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১৫ টি ইউনিয়নে ১১৪ টি, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ১৯ টি ইউনিয়নে ১২৪ টি এবং পটুয়াখালী- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ৬টি ইউনিয়নে ৩৬ টি কেন্দ্র।
জেলার ৪টি আসনে মোট ১৪ লক্ষ ৮ হাজার ৯২১ ভোটার থাকলেও উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD