রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম স্বল্পমূলে তৈরিকৃত ১৯২ জন জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময় বাউফলে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষকসহ আহত-৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে এক গৃহবধূর গর্ভে এক সঙ্গে পাঁচ নবজাতকের জন্ম পটুয়াখালীর গলাচিপায় র‍্যাবের বিশেষ অভিযানে ১২শ কেজী পলিথিন জব্দ,
গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে – বললেন এস.এম শাহজাদা

গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে – বললেন এস.এম শাহজাদা

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে-বললেন এস.এম শাহজাদা। গলাচিপা-দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে পৌর শহরে বর্তমান সরকারের আমলে ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, ভেরিবাঁধ নির্মান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, মন্দির, কবরস্থান উন্নয়নে কাজ চলছে।

গ্রামের প্রতিটি প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের যে পরিমান উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের সময়ে হয় নি। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয় এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস.এম শাহজাদা।

গলাচিপায় রামনাবাদ নদীর উপর ব্রিজ এর কার্যক্রম চলমান এবং নৌকা বিজয়ী হলে ব্রিজের কাজ অচিরেই শুরু হবে ইনশাআল্লাহ। গলাচিপায় আমরা শতভাগ ভাতার আওতায় এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এই উন্নয়নকে আপনারাই পারেন বেগবান করতে।

তাই নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্নকে বজায় রাখবেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপার চরকাজল ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। পরে বিকেলে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চিকনিকান্দী ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারমান ত্যাগী নেতা সাজ্জাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ কুমার বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান বিশ্বজিৎ রায় সহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD