রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।
গত সোমবার (১৮ ডিসেম্বর) পটুয়াখালী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, আসনটির সাধারণ ভোটারদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের দখলে যাবে এ আসনটি। আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনায় ঈগল প্রতীকের জয়ের সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে জন সম্মুখে।
জানা যায় , তিনি একজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের মুখে মুখে আজ তার নাম। নির্বাচনী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, পটুয়াখালী ৩ আসনে তিনি বিপুল ভোট পেয়ে জয়ী হবেন। এলাকার সাধারন ভোটারদের দাবি, এবার ঈগল মার্কা নিয়েই আবুল হোসেন সংসদে যাবেন। এখন শুধু ৭ জানুয়ারী ভোটের দিনের অপেক্ষা মাত্র।