রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এমপি এসএম শাহজাদার ব্যবসা ও আমানত খাত থেকে ৫০ লাখ ৩৭ হাজার ৩২৮ টাকা আয় দেখালেও সংসদ-সদস্য হিসেবে পাওয়া বেতন ভাতাদির কোন কিছু উল্লেখ নেই। তার অস্থাবর ১ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ৯৫০ টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৬২০ টাকা। কিন্তু স্ত্রী কিংবা তার ওপর নির্ভরশীলদের বার্ষিক কোন আয় না থাকলেও তার গৃহিণী স্ত্রীর অস্থাবর-স্থাবর সম্পদের পরিমাণ ৬২ লাখ ৫৫ হাজার ৮১ টাকা। স্ত্রী কোথাও কোন দায় না থাকলেও কোম্পানির কাছে এমপি শাহজাদার দায় রয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। যা এই ক্ষমতাসীন দলের এমপির অর্জিত সম্পদের চেয়ে অনেক বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিলকৃত হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। একটি পৌরসভা দুটি উপজেলার ১৯টি ইউনিয়ন নিয়ে এই নির্বাচনি এলাকা গঠিত পটুয়াখালী-৩ আসন(গলাচিপা ও দশমিনা)। ৯১ সাল থেকে এ পর্যন্ত সব নির্বাচনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাই এই আসনে দলীয় নেতাদের সব সময়ই আলাদা নজর। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মামার জোরে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে এমপি নির্বাচিত হন এসএম শাহজাদা। এমপির মামা কেএম নুরুল হুদা এখন সিইসি না থাকলেও দ্বাদশেও নিজ যোগ্যতায় নৌকার মাঝি হয়েছেন তিনি। ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। টাইলস ও স্যানিটারি আইটামের ব্যবসায়ী এমপি এসএম শাহজাদার বর্তমান বার্ষিক আয় ৫০ লাখ ৩৬ হাজার ৩২৮ টাকা। ২০১৮ সালে তার বার্ষিক আয় ছিল ৩২ লাখ ৯ হাজার ৬৫০ টাকা। গত পাঁচ বছরে তার বার্ষিক আয় বেড়েছে ১৭ লাখ ৯৭ হাজার ৬৭৮ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিলকৃত হলফনামার হিসাব মতে এই সময় অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৫০ লাখ ৬ হাজার ৪৮০ টাকা। নগদ ছিল ৯ লাখ ৬৩ হাজার ৬৬ টাকা। এখন তার নগদ টাকা রয়েছে মাত্র ১১ লাখ ৫১ হাজার ৮৬৪ টাকা। ৩২ লাখ ২৭ হাজার টাকা মূল্য একটি নোয়া মাইক্রোবাসের পরিবর্তে এখন ৮২ লাখ ৪০ ২২২ টাকা মূল্যের একটি টয়োটা জিপ গাড়ি রয়েছে তার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনোর হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ছিল ৮ লাখ ৬১ হাজার ৪১৪ টাকা ও পৌনে সাত লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার। এক লাখ আশি হাজার টাকা মূল্যের ফ্রিজ টেলিভিশন ও আসবাবপত্র ছিল। স্বর্ণ আসবাবপত্র না বাড়লেও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১১ লাখ ১১ হাজার ৮৬৪ টাকা। একাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার স্ত্রীর কাছে নগদ টাকা ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র। এখন তার কাছে নগদ টাকার পরিমাণ ৯ লাখ ৮৭ হাজার ৫৬৪ টাকা। ১৪ লাখ টাকা মূল্যের স্ত্রীর নামে একটি প্রিমিয়ো টেক্সি গাড়ির পরিবর্তে এখন তিনি ৩০ লাখ ৯৬ হাজার ৫০৭ টাকা মূল্যের একটি মাইক্রোবাসে চলেন। একাদশ ও দ্বাদশ নির্বাচনের হলফনামায় স্বর্ণালংকার দেখানো হয়েছে ২০ ভরি। একাদশ জাতীয় নির্বাচনে হলফনামা থেকে আরও জানা গেছে, কৃষি, অকৃষি জমি, পাকা স্থাপনাসহ আওয়ামী লীগ দলীয় এমপির স্থাবর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ২৯ লাখ ৪১ হাজার টাকা। দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামা অনুযায়ী এবার স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৬২০ টাকা। গত পাঁচ বছরে এসএম শাহজাদা এমপির স্থাবর সম্পদ বেড়েছে ৪৭ লাখ ৮২ হাজার ৬২০ টাকার। উল্লেখযোগ্য সংসদ-সদস্য এসএম শাহজাদার এখন কোম্পানির দায় রয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা। যে দায় গত একাদশ জাতীয় নির্বাচনের সময় ছিল ৭৫ লাখ টাকা। তবে এমপির পত্নীর কোন ব্যবসা-বাণিজ্য নেই। তিনি একজন গৃহিণী বটে। তার বার্ষিক আয়-ব্যয়ও নেই। কিন্তু তার রয়েছে অনেক অস্থাবর ও স্থাবর স্বয় সম্পত্তি। কিভাবে এমপি পত্নী এসব সম্পদ অর্জন করেছে তার কোন তথ্য নেই উল্লিখিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি হলফনামায়।