শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: সি এন্ড বি রোডে ট্রাকের ইজিবাইক চাপা দেয়ার ঘটনায় এক শিক্ষার্থীর মত্যু এবং ইজিবাইক চালকের আহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার ও সড়কে অব্যবস্থাপনা নিরসনের দাবি বাসদের।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা.মনীষা চক্রবর্তী এক বিবৃতিতে জানান দীর্ঘদিন ধরে নতুল্লাবাদ -রুপাতলি সড়কে গাড়ির চাপ ও সড়ক অব্যবস্থাপনা সমানতালে বাড়ছে। সড়কে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা। যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ৮:৩০ দিকে একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা শেরে-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন এবং ইজিবাইক চালক মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় শের বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় যার বর্তমান অবস্থা খুবই আশংকাজনক ।
ডাঃ মনীষা আরো বলেন পদ্মা সেতু হওয়ার পরে নগরীতে গাড়ির চাপ বেড়েছ। সড়কটি প্রশস্ত করার কথা থাকলেও এখনো তা প্রশস্ত করা হয়নি যার ফলে সড়ক দুর্ঘটনা এখন নিত্যকার বিষয়। এসময় তিনি বেপরোয়া ট্রাক চালকের শাস্তি দাবি করেন ও আহত ইজিবাইক চালকের ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানান। একইসাথে তিনি চৌমাথাসহ সি এন্ড বি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।