রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: আজ ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে সারাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে বরিশালে এসব প্রকল্পও ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশব্যাপী ২৪টি মন্ত্রনালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে সকালে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হন। এসময় জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম, এমপি, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ (এমপি), নারী সংরক্ষিত এমপি বেগম সৈয়দা রুবিনা আক্তার, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরিশালে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের ১৮ টি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ নির্মান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার একাডেমি ভবন, গণপূর্ত বিভাগের মাধ্যমে ৮ টি অবকাঠামো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ২টি প্রকল। সমাজসেবা অধিদফতর এর ১ টি প্রকল্প। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ১ টি প্রকল্প। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ।