বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত
মশিউর রহমান রানা সৃতি ফুটবল টুনামেন্ট ২০২৩ খেলায় এমপির পদার্পণ

মশিউর রহমান রানা সৃতি ফুটবল টুনামেন্ট ২০২৩ খেলায় এমপির পদার্পণ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে গত ১২ ইং তারিখ রোজ রবিবার বিকেল চারটায় মশিউর রহমান (রানা) সৃতি টুনামেন্ট ২০২৩ ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন পটুয়াখালী ৩ আসনের এমপি মহাদ্বয় এস এম শাহাজাদা। জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের পর পর শুরু হয় খেলা। বল যতই গড়াচ্ছে ততই বাড়ছে টান টান উত্তেজনা আর সে সাথে দর্শকদের হাত তালি, দীর্ঘ দিন পর হাঁটি হাঁটি পা করে মশিউর রহমান( রানা) সৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার শেষ প্রান্তে। খেলা দেখে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ফুটবল প্রেমী দর্শকরা ।মাঠের চার পাশে খেলা দেখতে ঢল নামে হাজারো ফুটবল প্রেমী মানুষের । সুস্থ ধারার খেলা ধুলার মাধ্যমে সামাজিক অস্থিরতা রোধ করতে এ আয়োজন করেন  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আইন সহায়তা কেন্দ্র প্রধান উপদেষ্টা মোঃ মজিবুর রহমান খান। খেলোয়ারদের পায়ে বল গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছাস আর উত্তেজনা । । সবার দৃষ্টি মাঠের খেলোয়াদের পায়ের দিকে । চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বল নিয়ে খেলোয়ারদের পায়ের কসরতে প্রাণ ফিরে পায় সবুজ মাঠ । শীতের পরন্ত বিকেলে গ্রামের আঁকাবাকা জনপদে আবহমান বাংলার জনপ্রিয় এ ফুটবল খেলার প্রচারণা চালাতে হয়নি তেমনটা। দুপুর পর থেকেই মাঠে তিল ধারণের যেন ঠায় নেই । খেলা দেখতে ঢল নামে নানা শ্রেনী পেশার মানুষের । বেশ ক জন দর্শনার্থী বলেন, খুব ভাল লাগছে খেলা দেখে । অনেক দিন ধরেই করোনার কারণে ফুটবল খেলা হয়না । এমন সময় এ আয়োজন বেশ আনন্দ পায় দর্শনার্থীরা ।গোল পোষ্টে বল ঠেলে দিতে দু পক্ষের ছিল সমান চেষ্টা ।  দীর্ঘ দুমাস খেলায় অক্লান্ত পরিশ্রম দিয়ে সার্বিক সহযোগিতা দিয়েছেন চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,আইন সহায়তা কেন্দ্র(,আসক)এর প্রধান উপদেষ্টা, চরকাজল ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মজিবর রহমান খান।তিনি প্রতিটি খেলায় প্রথম গোল দাতাকে তার ব্যাক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের উৎসাহিত করা জন্য পুরস্কার বিতরণ করেন।এবং খেলার শেষে সম্মান স্মারক ক্রেস উপহার তুলে দেন এমপি মহোদয়কে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ বাংলার মেহনতী মানুষের প্রিয় মুখ পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা(শাজু) এমপি।বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ,আরো উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ও আওয়ামী লীগের অন্যন্য নেতাকর্মীরা। খেলায় স্পন্সর দেন তরুণ সমাজ,উক্ত খেলায় অক্লান্ত দিয়ে সহযোগীতা করেন সহযোগী আয়োজকরা।যথা,মোঃ ইব্রাহিম খান,সুমন মাহামুদ,আবদুল হাই রাহাত,জামাল মোল্লা,জহির মোল্লা,মিলন গাজী,জামাল সিকদার,অলিল হাওলাদার,অনিক খান,তুহিন খান,একলাস দফাদার ও আবু সাঈদ দফাদার,চনচল দাস,সেচ্ছাসেবক মোঃ সাব্বির আহাম্মেদ রিদয়সহ আরো অনেকে। মশিউর রহমান রানা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্যেগে ১০টি দলের খেলা হয় । ফাইনাল খেলায় কিংস এলেবেনকে পরাজিত করে অর্নিবান সৃতি সংসদ বিজয়ী হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD