শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি।।১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান ব‌রিশা‌লে সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে বিএন‌পি নেত্রীর মামলার প্রতিবা‌দে মানববন্ধন ব‌রিশা‌লে সড়‌কে বৃক্ষ রোপন ক‌রে বি‌ক্ষোভ
পটুয়াখালীতে প্রতিবন্ধির ২৫ শতাংশ জমি মিথ্যা প্রলোভন দিয়ে লিখে নিল, ভূমিখেগো বাহাদুর মৃর্ধা

পটুয়াখালীতে প্রতিবন্ধির ২৫ শতাংশ জমি মিথ্যা প্রলোভন দিয়ে লিখে নিল, ভূমিখেগো বাহাদুর মৃর্ধা

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন ইটবাড়িয়া ইউনিয়নের ২ নং ব্রীজ সংলগ্ন ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী সড়কের বাসিন্দা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি মো,শাহ আলম আকন(৫২) এর পৈতৃক সম্পত্তি শালিশ ব্যবস্থার মাধ্যমে পাইয়ে দেয়ার নামে ১২ শতাংস এবং নগদ টাকার প্রলোভন দেখিয়ে আরো১৩ শতাংশ মোট ২৫ শতাংশ জমি কোন টাকা পয়সা না দিয়ে দলিল নিল পটুয়াখালী ছোট চৌরাস্তার সনামধন্য মৃর্ধা বাড়ীর প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তা অধিকারী বাদশা মৃর্ধার ছোট ভাই প্রভাবশালী ভূমিদস্যু বালু সিন্ডিকেট ড্রেজার ব্যবসায়ী বাহাদুর মৃর্ধা।

গত ৩ দিনের সরেজমিন অনুসন্ধানে গেলে দেখা যায়, প্রতিবন্ধী শাহ আলম ইটবাড়িয়া ইউপির মৃত্যু,খোরশেদ আকনের ছোট ছেলে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। তার পৈতৃক সম্পত্তি রেখে যাওয়া স্থানীয় কিছু কু চক্রী মহলের রসানলে পরে প্রতিবন্ধী নিজ জমি থেকে বে-দখলে আছেন। এ নিয়ে স্থানীয় শালীশ দরবার চলেছে বহুবছর। বিষয়টি নজরে আসে বাহাদুর মৃর্ধার,এসময় প্রতিবন্দী শাহ আলমকে টার্গেট করে তার সদর হাসপাতাল সংলগ্ন পানামার পার্শে প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় তার চেম্বারে এনে প্রতিবন্দীর জমি পাইয়ে দেয়ার নামে ১২ শতাংশ জমি পটুয়াখালী সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল করে নেন। এবং দুই ভাই নুরুল ইসলাম আকন(৭০) ও শাহ আলম (৫২) এবং এক বোন মোসাম্মাত আছিয়া বেগম (৪৫) এর কাছ থেকে নগদ টাকার প্রলোভন দেখিয়ে আরো ১৩ সতাংশ মোট ২৫ শতাংশ জমি কোন টাকা পয়সা না দিয়ে লিখে নেয় এই ভূমিখেগো বাহাদুর মৃর্ধা।

এদিকে গত ১ সপ্তাহ ধরে প্রতিবন্দী শাহ আলম গাছ থেকে পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পটুয়াখালী সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৩৪ নাম্বার বেডে ভর্তী । প্রতিবন্দীর স্ত্রী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না বলে জানান সংবাদ কর্মীদের। গণমাধ্যমকর্মীরা এ তথ্য পেয়ে পটুয়াখালী সমাজ সেবা অফিসকে জানালে অফিসের এক তৃতীয় শ্রেনীর কর্মকর্তা মো,সেলিমকেওবিষয়টি অবহিত করলে ছুটে যান সদর হাসপাতালে। এসময় সমাজ সেবা অফিসের কর্মকর্তা মো,সেলিম মজুমদার সরকারি নীতিমালা অনুযায়ী তাদের সাধ্যমত সহায়তায় করেন ৩৪০০ টাকার ঔষধপত্র ও টেষ্ট সম্পূর্ণ হয়।

ভুক্তভোগী প্রতিবন্দী শাহ আলম আকন বলেন, আমার বাবার পৈতৃক সম্পত্তি আমরা পূর্বে থেকেই খাইতে পারতাম না। এই বাহাদুর মৃর্ধা আমাগো সম্পত্তি বের করে দেয়ার নামে অগ্রীম লিখে নিয়েছে ২৫ শতাংশ। কে কে দলিল দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার বড় ভাই নুরুল ইসলাম আকন, ও বোন আছিয়া বেগমসহ আমরা তিনজনে দলিল দিয়েছি। প্রথম আমারে খালি ৮০ হাজার টাকা দেছে। পরে আমাদের আর কোন টাকাপয়সা দিচ্ছে না।

আমি হাসপাতালে ভর্তী। বউ টাকার জন্য বার বার ফোন দিলেও বাহাদুর মৃর্ধা ফোন রিসিভ করে না। আমরা এর সুক্ষ বিচার চাই। এ ব্যপারে সদর থানায় কোন অভিযোগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোরা কোন থানা পুলিশ করি নাই। প্রতিবন্দীর বড় ভাই নুরুল ইসলাম আকন (৭০) সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, আমাগো বাপ দাদার সম্পত্তি টাকার বিনিময় লেইক্ষা নিছে বাহাদুর মৃর্ধা। কিন্তুু ৫/৬ হইয়া গেছে এখন পর্যন্ত একটা টাকা আমাগো দেয় নাই। আমরা তিন ভাই বোনে দলিল দিছি সরল বিশ্বাসে। আমি কামকাইজ কইরা খাই বয়স হইয়া গেছে এখন কাজ ও করতে পারি না।

মোগো জমি এ-ই রহম ভাবে নিল আল্লাহ সইবে না। এ ব্যপারে একই বাড়ীর মোসাঃ হেলেনা বেগম জানান,আমাগো বাড়ীর প্রতিবন্দী শাহ আলম এর জমি সব লেইক্ষা নেছে বিনিময় কোন টাকা পয়সা দেয় নাই। কে লিখে নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চৌরাস্তায় বাড়ী বাহাদুর মৃর্ধা টাহা পয়সা না দিয়ে লেইক্ষা নেছে। এ বিষয় ভিক্টিম বাহাদুর মৃর্ধার মুঠোফোন এ (০১৭১২- ২৮৭৮৫৭) নাম্বারে উপরে উল্লেখিত বিষয় জানতে চাইলে তিনি বলেন,টাকা আমি সব দিয়ে দিয়েছি।

এক টাকাও তারা আমার কাছে পাইবেনা। এ ব্যপারে চেম্বার অফ কর্মাস থেকে ফোন এসেছিল। আমি অসুস্থ তাই সুস্থ হয়ে আগামী দুই তিন দিনের মধ্যে চেম্বার অফ কর্মাসে বসে ফয়শালা দিবো বলে জানান তিনি। উক্ত ঘটনার ব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মো, জসিম উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।তবে সুনির্দিষ্ট অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD