বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নারীর প্রতি সাইবার অপরাধ দমনে দরকার সচেতনতা সৃষ্টি সামজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যকর উদ্যোগ গ্রহণ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১৫ অক্টোবর ২০২৩) সকাল ১০ টায় ঝালকাঠির নলছিটি উপজেলার চায়নামাঠ সড়ক ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা আন্ত:র্জাতিক গ্রামীণ নারী দিবস -২০২৩ উৎযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা উৎযাপন কমিটির সভাপতি সাংবাদিক মোঃ খলিলুর রহমান মৃধা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুপান্তর এনজিও’র সমন্বয়কারী শাহনাজ বেগম ও নারী নেত্রী সোনিয়া আক্তার আরজু প্রমুখ। বক্তারা বলেন, অনলাইনে নারী ও কিশোরীরা নানান রকম হয়রানির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি, ভিডিও এবং গোপন তথ্য ফাঁসের মাধ্যমে ব্লাকমেইল, জোর করে শারিরীক সম্পর্ক তৈরি ও টাকা হাতিয়ে নেয়া সহ অনলাইনে যৌন হেনস্থা বা নির্যাতনের ঘটনা ঘটছে। এ বিষয় কিশোরী ও তরুণী নারীদের পরিবারকে সচেতন হতে হবে।
সরকারকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, সাইডো,এসডিএমকেএস,অনুরাগ মহিলা ও সংস্থা, গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও নলছিটি মডেল সোসাইটি। অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ ঝালকাঠি জেলার গ্রামীণ নারীদেরকে ধাত্রী মাতা, রত্নগর্ভা মা, অন্তঃসত্ত্বা মায়েদের সেবা প্রদানকারী ও অন্যায়ের প্রতিবাদকারী আসমা আক্তার, মেহরুননেসা, লায়লা, লিজা পারভিন সহ ৫ জন নারীর হাতে সম্মাননা পত্র তুলে দেন অতিথিবৃন্দ।