সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বাগেরহাটে রং মিশ্রিত পানিতে ভিজিয়ে মাছ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কেবি ও ফতেপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।
তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও মাছে রং মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রং মেশানো মাছগুলো নষ্ট করা হয়েছে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, এর আগেও মাছে রং মেশানোর অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মাছে রং মেশানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।