মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম আপনারা শহীদ জিয়ার রাজনীতি করেন, আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন রাস্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজে আলোচনা সভা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত।

২৮শে আগষ্ট সোমবার, সকাল ১১ ঘটিকায়, মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, এসএম হাসান রাজুর সঞ্চালনায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট চত্বরে আলোচনা সভা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য, হাফেজ মোঃ রেজাউল করিম।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ এক অশান্তির দবানলে দাউ দাউ করে জ্বলছে, সবাই এখন শান্তি চায়, মুক্তি চায়, ছাত্র সমাজ তাদের অধিকার ফিরে পেতে চায়, বর্তমান সময়ে দেশের মানুষ তাদের মৌলিক অধিকারটুকু পাচ্ছেনা। এমতবস্থায় একদল ছাত্র কাফেলা মানুষে অধিকার, ছাত্রদের অধিকার, দেশের ভঙ্গুর অবকাঠামো ঠিক করাসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার ৩২ তম বছরে সংগঠনের অর্জন তুলে ধরেন।

তিনি বলেন, দেশের যে সেক্টরেই তাকানো হয় সব ক্ষেত্রেই যেন দূর্নীতির এক মহরা চলছে, এমতাবস্থায় আমাদের ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজ দেশ ও জাতির কল্যানে, মেধাবি শিক্ষার্থীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ক্যাম্পাসের সকল ছাত্র ভাইদের যুক্ত হওয়ার আহব্বান জানান এবং তিনি আরো বলেন, ছাত্রদের নেতৃত্ব তৈরির অন্যতম জায়গা বাকসু, দীর্ঘদিন বাকসু নির্বাচন হচ্ছেনা।অনতিবিলম্বে যেন বাকসু নির্বাচন দেয়া হয় সে জন্য কলেজ প্রশাসনের নিকট আহব্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম। এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলমি ইতিহাসের মেধাবী ছাত্র ও বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজের মজলিশে আমেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মুহাম্মাদ ইমাম হাসান , দাওয়া সম্পাদক গাজী মুহাঃ সাইদুর রহমান,অর্থ ও কল্যান সম্পাদক, মুহাম্মদ আবু বকর বিন আলম,দপ্তর সম্পাদক – হেমায়েত উদ্দিন, সাহিত্য ও সৃংস্কৃতি সম্পাদক, হান্নান উদ্দিন শাকিল ও আমেলার অন্যতম সদস্য মুহাম্মদ শোয়াইবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের র্যালী অনুষ্ঠিত হয়।র্যালিটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কলেজ প্রশিক্ষণ করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এসে শেষ হয়।

্যালি শেষে দেশের এ ক্রান্তিলগ্নে সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আয়োজন শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD