সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ বৈধ প্রার্থী ১৮৪২, মনোনয়ন বাতিল ৭২৩ জনের ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাল যেসব দেশ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংবাদকর্মীদের  দোয়া মোনাজাত পটুয়াখালীতে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, কাগজপত্রে ত্রুটিতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস অধিঃ অভিযানে৩৭ লক্ষ টাকার জাটকা জব্দ গলাচিপার গোলখালী ইউনিয়নে তরমুজ ও সবজি চাষে ব্যস্ত কৃষকরা, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক ও তার পরিবারকে হয়রানির অভিযোগ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২৬-২৭ইং মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠন পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার প্রধান আসামি  র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার কাজী নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজে আলোচনা সভা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত।

২৮শে আগষ্ট সোমবার, সকাল ১১ ঘটিকায়, মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, এসএম হাসান রাজুর সঞ্চালনায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট চত্বরে আলোচনা সভা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য, হাফেজ মোঃ রেজাউল করিম।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ এক অশান্তির দবানলে দাউ দাউ করে জ্বলছে, সবাই এখন শান্তি চায়, মুক্তি চায়, ছাত্র সমাজ তাদের অধিকার ফিরে পেতে চায়, বর্তমান সময়ে দেশের মানুষ তাদের মৌলিক অধিকারটুকু পাচ্ছেনা। এমতবস্থায় একদল ছাত্র কাফেলা মানুষে অধিকার, ছাত্রদের অধিকার, দেশের ভঙ্গুর অবকাঠামো ঠিক করাসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার ৩২ তম বছরে সংগঠনের অর্জন তুলে ধরেন।

তিনি বলেন, দেশের যে সেক্টরেই তাকানো হয় সব ক্ষেত্রেই যেন দূর্নীতির এক মহরা চলছে, এমতাবস্থায় আমাদের ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজ দেশ ও জাতির কল্যানে, মেধাবি শিক্ষার্থীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ক্যাম্পাসের সকল ছাত্র ভাইদের যুক্ত হওয়ার আহব্বান জানান এবং তিনি আরো বলেন, ছাত্রদের নেতৃত্ব তৈরির অন্যতম জায়গা বাকসু, দীর্ঘদিন বাকসু নির্বাচন হচ্ছেনা।অনতিবিলম্বে যেন বাকসু নির্বাচন দেয়া হয় সে জন্য কলেজ প্রশাসনের নিকট আহব্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম। এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলমি ইতিহাসের মেধাবী ছাত্র ও বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজের মজলিশে আমেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মুহাম্মাদ ইমাম হাসান , দাওয়া সম্পাদক গাজী মুহাঃ সাইদুর রহমান,অর্থ ও কল্যান সম্পাদক, মুহাম্মদ আবু বকর বিন আলম,দপ্তর সম্পাদক – হেমায়েত উদ্দিন, সাহিত্য ও সৃংস্কৃতি সম্পাদক, হান্নান উদ্দিন শাকিল ও আমেলার অন্যতম সদস্য মুহাম্মদ শোয়াইবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের র্যালী অনুষ্ঠিত হয়।র্যালিটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কলেজ প্রশিক্ষণ করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এসে শেষ হয়।

্যালি শেষে দেশের এ ক্রান্তিলগ্নে সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আয়োজন শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD