শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
মাহবুব গলাচিপা পটুয়াখালী: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ চান মিয়া হাওলাদার( ৩০) এর দের বছরের শিশু তাইবা হূদরোগে আক্রান্ত হয়ে যন্ত্রনায় মায়ের কোলে কার্থাচ্ছে,টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা অসহায় হতদরিদ্র শিশু তাইবার পরিবার, ৪ লক্ষ টাকা কোথায় পাবে তাইবার চিকিৎসার জন্যে , সন্তানের চিকিৎসার জন্য,আর্থিক সহযোগিতা চেয়ে তাইবার মা ও তার পরিবারের আর্তনাতে এলাকাবাসীর চোখ থেকেও অশ্রু ঝরছে, হৃদ রোগে আক্রান্ত তাইবার বাবা ৫ হাজার টাকা বেতনে একটি মসজিদে ইমামতি করেন একটি সন্তানের জন্য শেষ সম্বল ছিল একটি গরু সেটাও বিক্রি করে, এলাকার মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে দেড় লক্ষ টাকা খরচ করেও সুস্থ হয়নি তাইবা।
সন্তানের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়ে মা-বাবা ও তাইবার পরিবার, কান্না জড়িত কন্ঠে নিজেন বিকাশ নাম্বারে .. . 01761877043, সন্তানের চিকিৎসার জন্যে সকলের কাছে আর্থিক সহযোগিতা চান তাইবার মা।