বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, চলছে কুরআনখানি ও শোক বইয়ে স্বাক্ষর দুমকিতে ছাত্রলীগ নেতার সাথে ছবি থাকায় ছাত্রদল নেতা গ্রেপ্তার জিয়া উদ্দিন সিকদার কে ১৭ নং ওয়ার্ড বিএনপির সংবর্ধনা প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক প্রার্থীদের ক্যাম্পিং ও জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে – ব্যারিস্টার ফুয়াদ মৃত চাচার পালক পুত্রকে ওয়ারিশ হিসেবে উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন বরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, কতজন তুললেন জমা দিলেন তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ তাসনিম জারার পদত্যাগ নিয়ে মুখ খুললেন আখতার পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা পটুয়াখালী-০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত
বরিশালে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ

বরিশালে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ

Sharing is caring!

অনলাইন ডেক্স: সোনারগাঁও টেক্সটাইল কারখানা কর্তৃপক্ষ দ্বারা জোরপূর্বক চাকরি থেকে ছাঁটাই বন্ধ, ২০১৮ সালের গেজেট ঘোষিত বেতন স্কেল ও ৮ ঘণ্টা কর্মঘণ্টা চালু এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

সমাবেশ কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী।

বক্তব্য দেন- বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি বেল্লাল গাজী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান, সহ-সভাপতি মো. জসিম, সদস্য মুকুলি বেগম, মো. মনির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনও পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতন স্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘণ্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে শ্রমিকরা ইউনিয়ন করতে চায় বলে মালিকপক্ষ শ্রমিকদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে।

এসব সমস্যা নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য গত বছর জুন মাসে শ্রমিকরা সোনারগাঁও টেক্সটাইল মিলে একটি ট্রেড ইউনিয়ন তৈরি করার উদ্যোগ নেয়। তারপর থেকে মালিক কর্তৃপক্ষ কারখানার মধ্যে নানাভাবে শ্রমিকদের হয়রানি-নির্যাতন করে আসছে। ইউনিয়নের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর গত ৫ জুন কারখানা কর্তৃপক্ষ প্রস্তাবিত ইউনিয়নের সভাপতি বেল্লাল গাজী ও সাধারণ সম্পাদক নুরুল হককে প্রশাসনের সহায়তা নিয়ে জোরপূর্বক চাকরি থেকে বরখাস্ত করে। তারপর থেকে ইউনিয়নের সঙ্গে জড়িত শ্রমিকদের সবাইকে একে একে হয়রানি ও ছাঁটাই করতে থাকে।

বক্তারা শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের জন্য মালিকপক্ষকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD