সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
পটুয়াখালী) প্রতিনিধি ।। কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে বিপদে পড়া ২ পর্যটককে উদ্ধার করলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। শনিবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে এ ঘটনা ঘটে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক হাসনাইন পারভেজ জানান, ঢাকা থেকে আসা দুই পর্যটক সী-বীচ এ গোসল করতে নামে। একটা সময়ে জোয়ারের কারনে তারা সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে যায়। বিষয়টি ট্যুরিস্ট পুলিশ এর নজরে আসে। হাতের ইশারায় সাহায্য চাইলে ট্যুরিস্ট পুলিশ স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্বারকর্মীর লিডার লিটনকে অবগত করলে লিটন স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মী ফেরদৌস ও রাব্বানীর মাধ্যমে ওয়াটার বাইক যোগে তাৎক্ষনিক প্রায় ডুবে যাওয়া বসুন্ধরা ঢাকার পর্যটক মোঃ রাশিক(২৩) পিতা হামিদ আলি ওয়াজেদ। ই এন বি, ষষ্ঠ বর্ষের ছাত্র আইইউবি ঢাকা এবং মোঃ মেজবাহ উদ্দিন তালুকদার(২৮)পিতা-মোঃ হেমায়েত উদ্দিন, কুড়িল,ঢাকা।
আহত অবস্থায় উদ্বার করে তুলাতলি সরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা কিছুটা ভাল। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।