বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ
প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর আহত ১

প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর আহত ১

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডে ফেদুলি মৃধা বাড়িতে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) আহত গৃহবধূ রুজিনা বেগম (৩০) হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় হামলার বিষয়ে প্রতিবেদককে জানান। আহত গৃহবধূ রুজিনা বেগম হচ্ছেন কিসমত বাউরিয়া গ্রামের মো. ইউনুচ মৃধার ছেলে জুয়েল মৃধার স্ত্রী। এ বিষয়ে রুজিনা বেগমের শ^শুর বাদী হয়ে ৬ জনকে আসামী করে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গলাচিপায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৭৭/২০২৩, তারিখ- ২৭/০২/২০২৩ খ্রিঃ। মামলা সূত্রে জানা যায় পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা হওয়ার পর মামলার বাদীর অংশের জায়গায় সীমানা চৌহদ্দির মধ্যে একটি আধাপাকা গোয়াল ঘর তৈরি করে গবাদি পশু পালন করে আসছেন ইউনুচ মৃধার ছেলে জুয়েল মৃধা। কিন্তু প্রতিপক্ষ বাদীর ভাই ও ভাইয়ের ছেলেরা লাভজনক দেখে উক্ত গোয়ালঘর দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। এরই জেরে পরিকল্পনা অনুযায়ী আসামী ১। মো. শামীম মৃধা (৪০), ২। মো. সোহাগ মৃধা, ৩। মোখলেছ মৃধা, ৪। বাবুল সরদার, ৫। মো. টিপু, ৬। নুর জামাল সরদার একত্রিত হয়ে আরো কয়েকজন ৪/৫ জন লোক নিয়ে গোয়াল ঘর ভাংচুর করে অন্যত্র ফেলে দেয়। এ সময় বাদীর পুত্রবধূ জুয়েলের স্ত্রী রুজিনা বেগম বাধা দিলে প্রতিপক্ষরা তাকে পিছন থেকে কোপ দেয়। তাকে আসামীরা এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। বাদীর স্ত্রী মোর্শেদা বেগম তাকে বাঁচাতে গেলে আসামীরা মোর্শেদা বেগমকেও এলোপাথারীভাবে মারপিট করে। এ বিষয়ে আহত রুজিনা বেগম বলেন, আমার গোয়াল ঘর প্রতিপক্ষরা লোকজন নিয়ে দিনে দুপুরে ভেংগে ফেলে। আমি জিজ্ঞাসা করতে গেলে তারা আমাকে মারধর করে এবং কোপ দেয়। তারা আমাদেরকে জীবন নাশের হুমকি দেয়। আমার ঘরের দরজা, জানালা, বেড়াসহ আসবাবপত্র কুপিয়ে তছনচ করে দেয়। এ সময় আমার শ্বাশুরী ও মেয়ের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে পড়লে আসামীরা চলে যায়। আর বলে যদি মামলা কর তাহলে তোদেরকে জানে মাইরা ফালাইমু। এ বিষয়ে মামলার বাদী মো. ইউনুচ মৃধা (৭৫) বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে গোয়াল ঘর তৈরি করলেও লোভের বশে আমারই ভাই ও ভাইয়ের ছেলেরা তা ভেংগে ফেলে এবং আমার পুত্রবধূকে খুনের জন্য কোপ দেয়। আমার ঘর ভাংচুর করে লুটপাট করেছে। এতে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমাদেরকে আমার বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য বলতেছে নতুবা আমাদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা ভয়ে আছি। তাই আমি গলাচিপা কোর্টে মামলা করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে প্রতিপক্ষ মো. শামীম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওখানে আমাদেরও জায়গা আছে। আমাদের জায়গায় কেউ কোন ঘর করতে পারবে না। তবে এ বিষয়ে সালিশী হয়েছে। গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাইম বলেন, রুজিনা বেগম আমার চিকিৎসাধীনে হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় জখম আছে। শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ আছে। এ বিষয়ে আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির বলেন, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। শুনেছি এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি এখন আইন দেখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD